বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গা নারীরা এ বছর অন্তত অর্ধ লাখ শিশুর জন্ম দেবে। শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন এ তথ্য জানিয়েছে। সংস্থাটির তথ্য মতে, প্রতি দিন অন্তত ১৩০ রোহিঙ্গা শিশু জন্ম নেবে। এসব নবজাতক নানা রোগে আক্রান্ত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনে।
কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় নেয়া গর্ভবতী নারীদের ওপর পর্যবেক্ষণ শেষে শুক্রবার ৫জানুয়ারি একটি প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন।
প্রতিবেদনে জানানো হয়, ২০১৮ সালের মধ্যে ক্যাম্পেই রোহিঙ্গা নারীরা অন্তত অর্ধ লাখ সন্তান জন্ম দেবে। প্রতিদিন সন্তান জন্মের এই সংখ্যা হবে অন্তত ১৩০ জন। এসব শিশুর অনেকেই পাঁচ বছর বয়সের আগেই মারাও যেতে পারে।
সেভ দ্য চিলড্রেনের মিডিয়া ম্যানেজার ইভান শারম্যান বলেন, ‘বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে ২০১৮ সালের মধ্যে ৪৮ হাজারের বেশি রোহিঙ্গা শিশু জন্ম নেবে, এমনটা ধারণা করছি আমরা। এসব রোহিঙ্গা ক্যাম্পে মানুষ এমনিতেই গাদাগাদি করে থাকছে।’
সংস্থাটির আশঙ্কা, জন্মের পর থেকেই এসব ক্যাম্পে শিশুরা স্বাস্থ্য ঝুঁকিতে থাকবে। পুষ্টিকর খাবারের অভাব এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ডায়রিয়া-কলেরার মতো রোগে আক্রান্ত হওয়ার যথেষ্ট শঙ্কা রয়েছে।
আজকের বাজার:এসএস/৬জানুয়ারি ২০১৮