এ বছর লভ্যাংশ ঘোষণা করেনি বিআইএফসি

৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য  কোনো লভ্যাংশ ঘোষণা করেনি পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেডের বোর্ড অব ডিরেক্টর।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৩৪ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে মাইনাস ৬ টাকা ১৯ পয়সা।

কোম্পানিটি এজিএমের তারিখ, সময় ও ভেন্যু পরবরতী নোটিসের মাধ্যমে জানবে। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ জুন।

রাসেল/