স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, চলতি অর্থ বছরে এ পর্যন্ত সীমান্ত এলাকায় বিজিবি ৭২৮ কোটি ৭৫ লাখ ৪২ হাজার ৪৩৫ টাকা মূল্যের চোরালানী পণ্য ও মাদক দ্রব্য আটক করেছে।
তিনি আজ সংসদে সরকারি দলের এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
তিনি বলেন, সীমান্ত এলাক দিয়ে চোরাচালান রোধে বিজিবির সার্বক্ষনিক কার্যক্রম পরিচালনা, ব্যাপক তল্লাশী এবং নজরদারি বৃদ্ধির ফলে এটা সম্ভব হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব চোরাচালানের সাথে জড়িত ২ হাজার ১৯৩ জনকে আটক করে মামলা দায়েরর মাধ্যমে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, বিজিবি চিহ্নিত ও তালিকাভূক্ত চোরাকারবারীদের ছবি সীমান্তের বিওপিসহ বিভিন্ন স্থানে সংরক্ষণের মাধ্যমে তাদের আন্ত:সীমান্ত অতিক্রম প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করছে। এছাড়াও সীমান্তের স্পর্শকাতর এলাকা, চোরাচালানের রুট বিজিবি- বিএসএফ যৌথভাবে চিহ্নিত করে এলাকসমূহে বিজিবির জনবল বৃদ্ধি, টহল তৎপরতা জোরদার, ২৪ ঘন্টার ডিউটি পোস্ট তৈরী করা হয়েছে। এরবাইরে বিজিবি-বিএসএফ দিন-রাত যৌথ সমন্বিত টহল পরিচালনা করছে।