জাপানের সম্রাট আকিহিতোর নাতনি ২৬ বছর বয়সী রাজকুমারী মাকো। আর সাধারণ পরিবারের ছেলে কেই কোমুরো। মাকো আর কেই-য়ের প্রেম নিয়ে হৈ চৈ হয়েছে অনেক। এ বছরের নভেম্বরে বিয়ে হওয়ার কথা ছিলো মাকো-কেই জুটির। কিন্তু এ বছর আর বিয়েটি হচ্ছেনা। স্থগিত করা হয়েছে ২০২০ সাল পর্যন্ত। খবর বিবিসির
সংবাদ মাধ্যমটি রাজপরিবারের এক কর্মকর্তার বরাত দিয়ে জানাচ্ছে, বিয়ের প্রস্তুতির জন্য অনেক সময় লাগবে। সেজন্যেই পিছিয়ে দেয়া হয়েছে অনুষ্ঠানটি।
রাজকুমারী মাকো যখন তার প্রেমিক কেই কোমুরোকে বিয়ে করবেন, তখন তাঁর রাজশিরোপা হারাবেন। অর্থাৎ তিনি আর রাজকুমারীর মর্যাদা পাবেন না।
যৌথ এক বিবৃতিতে এই জুটি জানিয়েছে, যথেষ্ট প্রস্তুতির অভাবেই বিয়ের অনুষ্ঠান পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
আজকের বাজার :আরএম/৭ ফেব্রুয়ারি ২০১৮