শহর থেকে গ্রামে ব্যবসা ছড়াতে চায় পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক লিমিটেড। এই ব্যবসা সুন্দরভাবে পরিচালনা করার জন্য বড় চ্যালেঞ্জ হলো দক্ষ জনবল। এর জন্য নিজস্ব পরিকল্পা নিয়ে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার কোম্পানিটির প্রধান কার্যালয়ে ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এই কথা বলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর.এফ. হোসেন। অনুষ্ঠানে অংশ নেন পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন স্টেইকহোল্ডারদের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা।
সেলিম আর.এফ. হোসেন বলেন, শহরের বাইরেও আমরা ব্যাংকিং সেবা পৌঁছে দিতে চাই। এ জন্য কর্পোরেট ব্যবসা কমিয়ে রিটেইল (খুচরা) ও এসএমই (ক্ষুদ্র ও মাঝারি) পর্যায়ে ব্যবসা বাড়ানোর জন্য কাজ করছি। সর্বশেষ বছরে কোম্পানিটি কর্পোরেট পর্যায়ে ঋণ বিতরণ করেছে ৪১ শতাংশ। আর আগের বছরে এটি ছিল ৫১ শতাংশ। অন্যদিকে রিটেইলে আগের বছর ১৫ শতাংশ থাকলেও শেষ বছরে ছিল ২০ শতাংশ। আর এসএমই পর্যায়ে ৩৪ শতাংশ থাকলেও সর্বশেষ বছরে এটি ছিল ৩৯ শতাংশ।
তিনি আরও বলেন, সারা দেশে বর্তমানে ব্র্যাক ব্যাংকের ৩০০ এসএমই ইউনিট রয়েছে। এগুলোকে আমরা শাখায় রূপান্তর করতে চাই। এর জন্য দক্ষ জনবল একটি বড় চ্যালেঞ্জ। দক্ষ জনবল তৈরি করার জন্য ২০১৬ সালে আমরা ১ হাজার ৩০০ নতুন লোক নিয়েছি। আরও ৭ থেকে ৮শ নতুন লোক নেওয়ার পরিকল্পনা আছে। এই লোক নিলেই গ্রামীণ ব্যাংকিং সেবা ভালো করে পৌঁছে দেওয়া সম্ভব হবে। চলতি বছরেই আমরা এই লোক নিয়োগ দেবো।