বাংলাদেশের আট ওষুধ কোম্পানিকে রেমডেসিভির উৎপাদনের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর। এ মাসের মাঝামাঝিতে ওষুধটি বাজারে আসবে বলে নিশ্চিত করেছে ঔষধ প্রশাসন অধিদফতরের সূত্র।
অনুমতি পাওয়া আট কোম্পানি হলো- এসকেএফ, বিকন, বেক্সিমকো, ইনসেপ্টা, হেলথকেয়ার ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস, পপুলার ও অপসোনিন।
সূত্র আরও জানায়, রেমডেসিভির এই ওষুধ শুধু হাসপাতালেই নয় ফার্মেসিতেও পাওয়া যাবে।
আমেরিকান কোম্পানির ওষুধ রেমডেসিভির মূলত সংক্রামক রোগ প্রতিরোধী। এটি ইবোলা ভাইরাসের চিকিৎসার জন্য তৈরি করা হয়েছিল। বর্তমানে করোনা প্রতিরোধে এই ওষুধের কার্যকারিতা পাওয়া গেছে।
নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনের এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে,করোনাভাইরাসে আক্রান্ত এবং মারাত্মক লক্ষণযুক্ত ৫৩ জন রোগীর ক্ষেত্রে রেমডেসিভির শতকরা ৭০ ভাগ কার্যকর। কিন্তু এক-চতুর্থাংশের ক্ষেত্রে কিডনি ও লিভারের জটিলতাসহ নানা ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।
গত ১ মে কোভিড-১৯ চিকিৎসার জন্য প্রথম কোনো অ্যান্টিভাইরাল ওষুধ হিসেবে রেমডেসিভির ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।