এ যেন রূপকথা!

এ যেন রূপকথা! মরুভূমির উপর দিয়ে উড়ে চলেছে এয়ার বেলুন। তাতে চড়িয়ে আপনার প্রিয় মানুষটি যদি আপনাকে কিছুটা অবাক করে আঙুলে আংটি পরিয়ে প্রেম নিবেদন করেন, তাহলে কেমন লাগবে?

এক্ষেত্রে অনুভূতিটা বোধহয় ঠিক ব্যক্ত করা যায় না। বিগ বস-১১ বিজেতা হিনা খানের ক্ষেত্রে এমনটাই ঘটেছে। অরবের মুরুভূমির উপর দিয়ে এয়ার বেলুনে চড়ে উড়তে উড়তে বাগদান সেরে ফেলেছেন তিনি। পাত্র রকি জয়সওয়াল।

জি নিউজ এক প্রতিবেদনে জানায়, রকির এই পরিকল্পনার কথা জানা ছিল না হিনার। হিনা দুবাইতে গিয়েছেন দুবাই ফ্যাশান উইকে যোগ দিতে। এদিন এমনিই প্রেমিক কি জয়সওয়ালের সঙ্গে সকালে ঘুরতে বেরিয়েছিলেন হিনা খান। হিনা অ্যাডভেঞ্চার পছন্দ করেন। তাই তাকে খুশি করতেই এয়ার বেলুনে চড়ান রকি।

আর সেখানেই নাকি তিনি হিনার আঙুলে আংটি পরিয়ে দেন। যেটা এক্কেবারেই ধারণাও করতে পারেননি হিনা। রকির এই সারপ্রাইজে আনন্দে কেঁদে ফেলেন হিনা।

উল্লেখ, বহুদিন ধরে প্রযোজক জয়বন্ত জয়সওয়ালের সঙ্গে লুকিয়ে লুকিয়ে প্রেম করছিলেন হিনা। খুব শিগগিরই নাকি তারা গাঁটছড়াও বাঁধবেন বলে শোনা যাচ্ছে।

এস/