এ সপ্তাহেই দেশে ফিরছেন খালেদা: ফখরুল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যুক্তরাজ্য থেকে খুব শিগগির দেশে ফিরছেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৪ অক্টোবর শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান ফখরুল।

গত ১৫ জুলাই চোখ ও পায়ের চিকিৎসার জন্য লন্ডন যান বিএনপি নেত্রী। লন্ডন পৌঁছার পর থেকে বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাসায় অবস্থান করছেন সাবেক এই প্রধানমন্ত্রী। প্রায় আড়াই মাস হয়ে গেলেও এখনো দেশে ফেরেননি বিএনপি চেয়ারপারসন। চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর থেকেই খালেদার ফেরার তারিখ নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

মির্জা ফখরুল বলেন,আমি বলছি, উনি (খালেদা জিয়া) খুব শিগগিরই দেশে আসছেন। আমি আশা করি, এই সপ্তাহেই উনি দেশ ফিরছেন।

এ সময় প্রধান বিচারপতির অস্ট্রেলিয়া যাওয়ার বিষয়েও কথা বলেন ফখরুল। বিদেশে যাওয়ার আগে প্রধান বিচারপতির দেওয়া বিবৃতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, এর মাধ্যমেই প্রমাণ হয়েছে, প্রধান বিচারপতিকে জোর করে ছুটিতে পাঠানো হয়েছে।

ফখরুল বলেন,তাঁর (প্রধান বিচারপতি) বিবৃতি যেটা এসেছে, সেটা থেকে আমরা নিশ্চিত হয়ে গেছি যে, আমরা যে কথাগুলো বলে আসছিলাম, সে কথাটা সর্বাত্মক সত্য। কারণ তিনি প্রথমেই যেটা বলেছেন যে, তিনি সুস্থ আছেন। এই সুস্থ থাকার ব্যাপারটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তাঁকে যখন আপনার ছুটি চাওয়ানো হয়, তখন তিনি বলা হয়েছে যে, অসুস্থ আছেন। ক্যাটাগরিক্যালি তিনি বলেছেন যে, সম্পূর্ণ সুস্থ আছেন।

বিএনপি মহাসচিব বলেন,প্রধান বিচারপতি ছুটিতে যাওয়ার পরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে আইনমন্ত্রী কয়েক ঘণ্টা বসেছিলেন। বের হয়ে কী বলেছেন? আমরা বিচার বিভাগ কীভাবে চলবে, বিচার বিভাগের কর্মকর্তাদের নিয়োগ-এসব ব্যাপারে আমরা আলোচনা করেছি। দ্যাটস অ্যা ডাইরেক্ট ইন্টারভেনশন ইন জুডিশিয়ারি।

নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির সংলাপ নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন,আমরা পরিষ্কার করে বলে দিয়েছি যে, এই নির্বাচন কমিশনের ওপর আমাদের আস্থা নেই। এটা পরিষ্কার কথা বলেছি। তারপর আপনারা জিজ্ঞাস করবেন, (সংলাপে) যাচ্ছেন কি না। কথা বলছেন কেন? এছাড়া তো আমাদের কাছে এই মুহূর্তে বিকল্প কিছু নেই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বিএনপির শীর্ষ নেতারা।

আজকের বাজার:এলকে/এলকে ১৪ অক্টোবর ২০১৭