এ সপ্তাহে ২৪ কোম্পানির এজিএম

চলতি সপ্তাহে পরিচালনা পর্ষদ সভায় ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া আরও ২৪টি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে । ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর মধ্যে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ১০ ডিসেম্বর ইফাদ অটোস, জিপিএইচ ইস্পাত এবং বাংলাদেশ অটোকার্সের এজিএম অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১১ডিসেম্বর এজিএম হয়েছে  আফতাব অটোমোবাইল, ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস, খুলনা পাওয়ার, আরামিট লিমিটেড, নাভানা সিএনজি এবং আরামিট সিমেন্টের।

এ সপ্তাহে  তারিখ নির্ধারিত হওয়া বাকি ২৪টি কোম্পানির মধ্যে মঙ্গলবার ১২ ডিসেম্বর ৩টি, বুধবার ১৩ডিসেম্বর ১টি, বৃহস্পতিবার ১৪ডিসেম্বর ১৯টি এবং  শুক্রবার ১৫ডিসেম্বর ১টি কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সকাল ১১টায় গাজীপুরের শ্রীপুরে ফ্যাক্টরি প্রাঙ্গণে বিবিএস কেবলসের এজিএম অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের এজিএম বিকেল ৪টায় শ্রীপুরের ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। আর মেঘনা সিমেন্টের এজিএমঅনুষ্ঠিত হয়েছে সকাল ১০টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় । বুধবার সকাল ১১টায় ঢাকার ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে বিডি থাইয়ের এজিএম।

বৃহস্পতিবার শ্যামপুর সুগারের এজিএম সকাল ১১টায় রংপুরের শ্যামপুর সুগার মিলস ট্রেনিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। এনভয় টেক্সটাইলের এজিএম সকাল ১০টায় পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারে হবে। আর মহাখালীর রাওয়া কমপ্লেক্সে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে কাশেম ড্রাইসেলসের এজিএম।

সায়হাম কটনের এজিএম বেলা ১১টায় হবিগঞ্জে ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। একই স্থানে দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে সায়হাম টেক্সটাইলের এজিএম। একটিভ ফাইনের এজিএম হবে সকাল ১০টায় রাজধানীর ইনষ্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে। একই স্থানে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে এএফসি এগ্রোর এজিএম।

এএমসিএলের (প্রাণ) এজিএম সকাল সাড়ে ৯টায় রাজধানীর উত্তর বাড্ডায় অবস্থিত ফুজি ট্রেড সেন্টারে হবে। একই স্থানে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে রংপুর ফাউন্ড্রির এজিএম। ফরচুন সু’জের এজিএম সকাল ১১টায় বরিশাল শহরের বরিশাল ক্লাবে অনুষ্ঠিত হবে।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের এজিএম সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জে অবস্থিত ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। দুপুর পৌনে ১২টায় শ্রীপুরের ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ন্যাশনাল ফিডের এজিএম। কোহিনুর কেমিক্যালসের এজিএম সকাল ১০টায় বেইলী রোডের অফিসার্স ক্লাবে হবে। এএমএম কনভেনশন সেন্টারে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে বিডিকম অনলাইনের এজিএম।

নূরানী ডাইংয়ের এজিএম সকাল ১০টায় হোটেল পেনিনসুলা চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টায় কে অ্যান্ড কিউয়ের এজিএম ঢাকার হোটেল সুন্দরবনে অনুষ্ঠিত হবে। বেঙ্গল উইন্ডসোরের এজিএম সকাল ১১টায় তেজগাঁওয়ের বেঙ্গল মাল্টিমিডিয়ায় হবে। ওরিয়ন ফার্মার এজিএম সকাল সাড়ে ১০টায় অফিসার্স ক্লাবে, একই স্থানে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে ওরিয়ন ইনফিউশনের এজিএম।

১৫ডিসেম্বর,  শুক্রবার সকাল ১০টায় কুষ্টিয়ায় ফ্যাক্টরি প্রাঙ্গণে রেনউইক যজ্ঞেশ্বরের এজিএম অনুষ্ঠিত হবে।

আজকের বাজার:এসএস/আরআর/ ১২ ডিসেম্বর ২০১৭