ঐক্যফ্রন্টের কার্যালয় ‘জামান টাওয়ারে’ আগুন

রাজধানীর বিজয় নগর এলাকায় জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয় বহুতল ভবন জামান টাওয়ারে আগুন লেগেছে।

শুক্রবার, ২৮ ডিসেম্বর বেলা ২টা ৪০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বহুতল এ ভবনের চতুর্থ তলায় রয়েছে ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাসেল শিকদার জানান, বিকালের দিকে ভবনটির ৮ম তলায় আগুনের সূত্রপাত্র হলেও এর কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে জানিয়ে রাসেল বলেন, ‘তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।’

এদিকে ঐক্যফ্রন্টের গণমাধ্যম উইং সদস্য লতিফুল বারী হামিম বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে আমাদের কাজ বাধাগ্রস্ত করতে নাশকতা চালিয়ে ভয়-ভীতি প্রদর্শন করা হচ্ছে।’

তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ