ঐক্যফ্রন্টের পুনর্নির্বাচনের দাবি অসাংবিধানিক: আইনমন্ত্রী

ঐক্যফ্রন্টের পুনর্নির্বাচনের দাবি অসাংবিধানিক এবং জনগণের মতের প্রতি অশ্রদ্ধার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, ‘জনগণ ভোট দিয়েছে, তাই জনগণকে এভাবে অসম্মান করার কোনো অধিকার ঐক্যফ্রন্টের নেই।’

মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

নারী শিক্ষা নিয়ে আল্লামা শফীর বক্তব্য পরিহার করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আল্লামা শফী একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। আমি তাকে শ্রদ্ধাভরে বলতে চাই, তার এসব উক্তিগুলো দেশের ইতিবাচক উন্নয়নের বিপরীতে যায়।’

তিনি আরও বলেন, ‘আল্লামা শফী যা বলেছেন আমি মনে করি এটা তার ব্যক্তিগত অভিমত। ব্যক্তিগত অভিমত যার যার থাকতে পারে। কিন্তু তার এসব বক্তব্য দেশ পরিচালনা বা নীতির কোনো পরিবর্তন আনবে না। বিশেষ করে আমরা নারী অধিকারের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ, সেটা আরও দৃঢ় হবে এবং এগিয়ে যাবে। এটাই এই সরকারের বিশ্বাস।’

তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ