ঐক্যফ্রন্ট ছাড়ল কৃষক শ্রমিক জনতা লীগ

একাদশ জাতীয় নির্বাচনের পর ‘নিষ্ক্রিয় হয়ে যাওয়ায়’ সোমবার ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের সাথে সম্পর্ক ছিন্ন করেছে কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ।

জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের পর জাতীয় ঐক্যফ্রন্টের আর কোনো দৃশ্যমান অস্তিত্ব নেই। তারা কোনো জাতীয় সমস্যার প্রতিও নজর দিতে ব্যর্থ হয়েছে।’

কাদের সিদ্দিকী জানান, তাদের দল এখন নতুন যাত্রা শুরু করবে এবং জনগণের পাশে থাকবে।

উল্লেখ্য, দেশে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করতে ২০১৮ সালের ৫ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেয় কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ।

আজকের বাজার/লুৎফর