‘নিরাপত্তা বিষয়ে আলোচনার’ জন্য জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের সঙ্গে বৈঠক করেছে পুলিশের একটি প্রতিনিধিদল।
বুধবার, ২৬ ডিসেম্বর দুপুর ১২টা ১০ মিনিটে রাজধানীর মতিঝিলে ড. কামালের চেম্বারে যায় প্রতিনিধিদলটি।
ঐক্যফ্রন্টের শীর্ষ নেতার চেম্বারে প্রায় ৫০ মিনিট অবস্থানের পর পুলিশ কর্মকর্তারা ১টার দিকে বাইরে এসে সাংবাদিকদের সাথে কথা বলেন।
এসময় পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) আনোয়ার হোসেন বলেন, ‘পুলিশ কর্মকর্তারা ড. কামাল হোসেনের সাথে তার জন্য নেয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন এবং তিনি (ড. কামাল) এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন।’
এর আগে দুপুর ১২টা ৫ মিনিটের দিকে পুলিশের বেশ কয়েকটি দল ড. কামালের চেম্বারের চারপাশে অবস্থান নেয়।
ড. কামালের ওপর কোনো হুমকি রয়েছে কি না জানতে চাইলে আনোয়ার হোসেন বলেন, ‘না… আমাদের স্বাভাবিক কর্তব্যের অংশ হিসেবে এখানে এসেছি। আমরা খোলামেলা আলোচনা করেছি এবং তার (ড. কামাল) জন্য নেয়া নিরাপত্তা বিষয়ে তার পর্যবেক্ষণ জানতে চেয়েছি। তিনি তাৎক্ষণিকভাবে কিছু বলেননি। বলেছেন পরে ফোনে জানাবেন।’
উপ-কমিশনার আনোয়ার আরও বলন, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান মিয়াও ড. কামালের সাথে ফোনে কথা বলেছেন। তিনি নিজেও ড. কামালের সাথে দেখা করতে পারেন।
এর আগে মঙ্গলবার পুলিশ নিয়ে ড. কামাল হোসেনের ‘কঠোর’ মন্তব্যে নির্বাচন কমিশন প্রতিবাদ জানালে নির্বাচন কমিশনের সাথে বৈঠক থেকে বেড়িয়ে আসে ড. কামালের নেতৃত্বে বৈঠকে বসা ঐক্যফ্রন্টের নেতারা। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ