রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টি—উভয় দলের নেতা-কর্মীদের মতভেদ ভুলে এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।
ওয়াশিংটনে প্রথম ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে এ আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত নয়টায় (বাংলাদেশ সময় আজ বুধবার সকাল সাড়ে আটটা) ভাষণ শুরু করেন তিনি।
ট্রাম্প বলেন, ‘এক লক্ষ্যে কাজ করতে আজ আমি আমাদের সব বিভেদ সরিয়ে রাখার কথা বলছি। ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’ তিনি বলেন, ‘আমাদের জনগণের যা প্রাপ্য, অর্থনীতির জন্য যা প্রয়োজন, সেই নিরাপত্তা, দ্রুততা, নির্ভরযোগ্যতা এবং আধুনিক অবকাঠামো দেওয়ার বিষয়ে উভয় দলকে এক হওয়ার আহ্বান জানাই।’ গত এক বছরে ট্রাম্প প্রশাসন অবিশ্বাস্য অগ্রগতি ও অসাধারণ সাফল্য অর্জন করেছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘এটা আমাদের জন্য নতুন সময়। আমাদের স্বপ্ন নিয়ে বাঁচার জন্য এর চেয়ে ভালো সময় আর তৈরি হয়নি।’
আজকের বাজার:এসএস/৩১জানুয়ারি ২০১৮