প্রথম দুই ম্যাচ হারের পর নিজেদের অভিষেক ওয়ানডে বিশ্বকাপে ঐতিহাসিক জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানকে ৯ রানে হারিয়ে অভিষেক বিশ^কাপে প্রথম জয়ের দেখা পায় নিগার-রুমানা-জাহানারা।
বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে আগামী ১৮ মার্চ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।
এবারের আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে দক্ষিণ আফ্রিকার কাছে ৩২ রানে ও নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরেছিলো বাংলাদেশ। এমন অবস্থাতেই অভিষেক বিশ্বকাপে প্রথম জয়ের সন্ধানে গত ১৪ মার্চ হ্যামিল্টনে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৪ রান করে বাংলাদেশ। নবম ওভারে উইকেটে এসে ৪৭ ওভার পর্যন্ত ব্যাট করেছেন ফারজানা। শেষ পর্যন্ত ১১৫ বলে ৫টি চারে ৭১ রান করেন তিনি।
এছাড়া ওপেনার শারমিন আকতার ৪৪ ও অধিনায়ক নিগার সুলতানা ৪৬ রান করেন। ফলে ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৪ রান করে বাংলাদেশ।
২৩৫ রানের টার্গেটে ভালো অবস্থায় ছিলো পাকিস্তান। ২ উইকেটে ১৮২ রান ছিলো তাদের। তবে শেষ দিকে বাংলাদেশ বোলারদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৫ রানের বেশি তুলতে পারেনি পাকিস্তান। বাংলাদেশের পক্ষে বল হাতে ৩৮ ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ফাহিমা খাতুন। এতে ঐতিহাসিক জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেন, ‘আমি এটি ভাষায় প্রকাশ করতে পারবো না। বিশ্বকাপে এটি আমাদের প্রথম জয়। আমরা আজকে ইতিহাস গড়েছি। আমরা পুরো টুর্নামেন্টে এই মোমেন্টাম ধরে রাখতে চাই।’
টুর্নামেন্টে জয়ের ধারাবাহিকতা ধরে রাখার মিশনে এবার বাংলাদেশের সামনে ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের প্রথম ৪ ম্যাচে ২টি করে সমান জয় ও হারে ৪ পয়েন্ট ওয়েস্ট ইন্ডিজের। তারা আছে টেবিলের পঞ্চমস্থানে। তিন ম্যাচে ১ জয় ও ২ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে বাংলাদেশ। ৪ ম্যাচে সবগুলো জিতে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অস্ট্রেলিয়া।
ওয়ানডে ক্রিকেটে এখ নপর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেনি বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনবার খেলে সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। তাই এবারই প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ নারীদের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান