আজ ২ মার্চ। ঐতিহাসিক জাতীয় পতাকা দিবস। ১৯৭১ সালে আজকের এই দিনে ঐতিহাসিক বটতলায় বাংলাদেশের মানচিত্রখচিত ওই পতাকা সর্বপ্রথম উত্তোলন করেছিলেন ছাত্রলীগের তৎকালীন নেতা আ স ম আব্দুর রব।
পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ, অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে তৎকালীন ডাকসু নেতাদের উদ্যোগে ২ মার্চ সাড়া দিয়েছিল আমজনতা। প্রকৃতপক্ষে সেদিনের পতাকা উত্তোলনের মধ্য দিয়েই বাঙালি ছাত্র-জনতা স্বাধীনতা সংগ্রামের অগ্নিমন্ত্রে উজ্জীবিত হয় এবং স্বাধীনতা অর্জনের পথে যাত্রা শুরু করে।
আজ সারাদেশে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন করে দিবসটিকে পালন করা হয়।
শনিবার, ০২ মার্চ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান পতাকা উত্তোলন করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান ও নাচ পরিবেশন করেন শিল্পীরা।
আজকের বাজার/এমএইচ