ঐতিহ্যবাহী রাজপূণ্যাহ আজ

আজ বৃহস্পতিবার  ২১ ডিসেম্বর বান্দরবানে বোমাং সার্কেলের ঐতিহ্যবাহী রাজপূন্যাহ উৎসব শুরু হচ্ছে । ১৪০ তম রাজপূণ্যাহ খাজনা আদায়ী উৎসব ।  এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন মৌজার প্রধানরা প্রজাদের কাছ থেকে সংগ্রহ করা খাজনা রাজাকে দিয়ে থাকেন।

বোমাং রাজপুত্র বনি মারমা জানান, বোমাং সার্কেল চিফ বোমাংগ্রী উ উ চ প্রু চৌধুরীর সভাপতিত্বে রাজপূন্যাহ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক , পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিংসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।

অনুষ্ঠানসূচি অনুযায়ী সকাল ৯টায় অতিথি সংবর্ধনা, সাড়ে ৯টায় অতিথিবৃন্দের আসনগ্রহণ, ১০টায় সম্মানিত অতিথিদের সম্ভাষণ, দুপুর ১২টায় আনুষ্ঠানিক রাজস্ব আদায় ও ঐতিহ্যবাহী সাংষ্কৃতিক অনুষ্ঠান, রাত ৮টায় প্রীতি নৈশভোজ ও ১০টায় রাজবাড়ি মাঠে উম্মুক্ত যাত্রা অনুষ্ঠিত হবে বলে রাজবাড়ী সূত্রে জানা গেছে।

এদিকে বান্দরবানের রাজপূণ্যাহ মেলাকে ঘিরে বান্দরবানে পর্যটকের ঢল নেমেছে। বৃহস্পতিবার থেকে বান্দরবানের কোনও হোটেল মোটেলের সিট খালি নেই বলে জানান বান্দরবান হোটেল মোটেল মালিক সমিতি কর্তৃপক্ষ।

অাজকের বাজার:এসএস/২১ডিসেম্বর ২০১৭