ছয় বছর আগে এক সাক্ষাৎকারে ঐশ্বর্যকে খোঁচা দিয়েছিলেন সোনম কাপুর। বয়সে ছোট অভিনেত্রীর কাছ থেকে খোঁচা খেয়ে ঠিকমতো হজম করতে পারেননি অ্যাশ। ফলে অনিল কন্যার সঙ্গে কথা বলা এমনকি মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ করে দেন বচ্চনবধূ। তবে অভিমানের পুরনো বরফ এবার বুঝি গলতে শুরু করলো। এর কারণ অবশ্যই সোনমের বিয়ে।
ঐশ্বরিয়াকে বলা হয় কান ফিল্ম ফেস্টিভালের ঘরের মেয়ে। অনেক বছর ধরেই উৎসবটির লাল গালিচায় হাঁটছেন এই বিশ্বসুন্দরী। প্রতিবার বাহারি নকশার পোশাক পরে উৎসবে হাজির হন অ্যাশ। চমৎকার ফ্যাশন সেন্সের জন্য কুড়িয়ে নেন সবার প্রশংসা। অথচ সেই ঐশ্বরিয়াকেই কিনা ফ্যাশন নিয়ে দু কথা শুনিয়ে দিলেন সোনম!
মুম্বাইয়ের একটি সংবাদ মাধ্যমে জানা যায়, ঐশ্বরিয়াকে নাকি নিজে ফোন করে বিয়ের নিমন্ত্রণ দিয়েছেন সোনম। বলেছেন, কন্যা আরাধ্যকে নিয়ে যেন বিয়েতে উপস্থিত থাকেন তিনি। জবাবে নাকি ঐশ্বরিয়াও বিয়েতে আসবেন বলে জানিয়েছেন। বচ্চন পরিবারের ঘনিষ্ট সূত্র জানাচ্ছে, সোনমের প্রতি ঐশ্বরিয়ার নাকি আর কোন রাগ বা ক্ষোভ নেই।