সুপারস্টার ঐশ্বরিয়া বিভিন্ন কারণেই জনপ্রিয়।তার জনপ্রিয়তায় নতুন মাত্রা যোগ করলো চোখ মারার সেই মনোমুগ্ধকর দৃশ্য।
কিছু দিন আগে ভারতের একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন ঐশ্বরিয়া। ওই সাক্ষাৎকারে কথার মাঝে চোখ মারেন ঐশ্বরিয়া। তার চোখ মারা ওই দৃশ্য ভাইরাল হয়েছে। ইন্সটাগ্রামে ‘ইনস্তাবলিউড’ নামের একটি আইডি থেকে ভিডিওটি শেয়ার করা হয়।
সাক্ষাৎকারে ঐশ্বরিয়ার কাছে জানতে চাওয়া হয়, তিনি কি লুকিয়ে তার পার্টনারের ফোন বা এসএমএস চেক করেন?
অর্থাৎ অভিষেক বচ্চনের গতিবিধির ওপর নজর রাখতে গোপনে কি তার ফোন চেক করেন ঐশ্বরিয়া? এ প্রশ্নের উত্তরে ঐশ্বরিয়া সরাসরি নাকচ করে দেন। তিনি উত্তরে বলেন, ‘নেভার’।
এর আগে ঐশ্বরিয়া একাধিকবার জানিয়েছেন, তিনি ব্যক্তিস্বাধীনতায় বিশ্বাসী। তা ছাড়া অভিষেককে নিয়ে তার কোনও ইনসিকিউরিটি নেই। সে কারণেই হয়তো পার্টনারের ফোন গোপনে চেক করেন না নায়িকা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও দেখে এমনটাই মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।
আরজেড/রাজিবী