ঐশ্বরিয়ার সঙ্গে মনোমালিন্য, উড়িয়ে দিলেন অভিষেক

সদ্য লন্ডন থেকে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। তবে দেশে ফেরার সময় মুম্বাই বিমানবন্দরেই বিতর্কের জন্মদেন অভিষেক বচ্চন।

পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে স্ত্রী ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যের সঙ্গে অভিষেকের রাগ করে বেরিয়ে যাওয়ার মুহুর্ত।

স্থানীয় একটি দৈনিক তাই এমন খবরও ছেপেছিলো যে এই তারকা দম্পতির সময়টা ভালো যাচ্ছে না। তারা বিচ্ছেদের পথে হাঁটছেন।

তবে এমন খবরকে অস্বীকার করলেন ছোট বচ্চন। সম্প্রতি খবরটিকে অস্বীকার করে টুইটারে অভিষেক লেখেন, ‘সন্মানের সাথেই বলতে চাই আমি আশা করবো আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরবেন। যা হয়নি শুধু শুধু তা নিয়ে গুঞ্জন না রটানোই কাম্য। ধন্যবাদ।’

তবে অভিষেক অস্বীকার করলেও বিমানবন্দরের ছবিগুলো থেকে বোঝা যায় কিছুটা মনোমালিন্য হয়েছে এই তারকা দম্পতির মাঝে।

মুক্তির অপেক্ষায় আছে অভিষেকের নতুন ছবি ‘মানমার্জিয়ান’।

এসএম/