‘ওআইসিভুক্ত দেশগুলোর একস‌ঙ্গে কাজ করার সু‌যোগ র‌য়ে‌ছে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পর্যটন অনেক বড় এক‌টি ক্ষেত্র যেখা‌নে ওআইসিভুক্ত দেশগুলোর একস‌ঙ্গে কাজ করার সু‌যোগ র‌য়ে‌ছে। বাংলা‌দে‌শে দেখার ম‌তো অনেক কিছই আছে।’

মঙ্গলবার ৬ফেব্রুয়ারি সকালে সোনারগাঁও হোটেলে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) দেশগুলোর পর্যটন মন্ত্রীদের সম্মেলন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওআইসিভুক্ত দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশের পর্যটন শিল্পকে অর্থনৈতিক খাত হিসেবে উন্নত করতে আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী এবং এর উপরে আমরা জোর দিয়েছি এবং বিভিন্ন কর্মসূচিও আমরা হাতে নিয়েছি। পর্যটনের টেকসই উন্নয়নের জন্য আমরা জাতীয় পর্যটন নীতি ২০১০ প্রণয়ন করেছি।

ওআইসিভুক্ত ৫১টি দেশের মধ্যে ২৫টি দেশের ১০ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ৮৫ জন প্রতিনিধি এ সম্মেলনে অংশ নিয়েছেন। সম্মেলনে ইসলামি হেরিটেজ ও কালচার, রিলিজিয়াস ট্যুরিজম ও হালাল ট্যুরিজ এবং টেকসই উন্নয়নে পর্যটনের ভূমিকা বিষয়ক বিভিন্ন রাউন্ড টেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। বুধবার ঢাকা ঘোষণা ও টেকনিক্যাল ট্যুরের মধ্যদিয়ে এ সম্মেলন শেষ হবে।

আজকের বাজার:এসএস/৬ফেব্রুয়ারি ২০১৮