দেশের উভয় স্টক এক্সচেঞ্জের সদস্য আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমস (ওএমএস) চালু করতে যাচ্ছে। আইল্যান্ড সিকিউরিটিজকে এই সেবা দিবে দেশীয় প্রতিষ্ঠান কোয়ান্ট ফিনটেক লিমিটেড। মঙ্গলবার (৮ মার্চ ) চট্টগ্রামের আগ্রাবাদের চৌমুহনীস্থ ফারুক চেম্বারে প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তি সই হয়েছে।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন এফ,সি,এম ও কোয়ান্ট ফিনটেকের পরিচালক মোঃ জাবেদ হোসেন।
চুক্তির শর্ত অনুসারে, আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের গ্রাহকদের ডিএসই ডিএসই ও সিএসইর লেনদেন সম্পাদনের জন্য স্বয়ংক্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহারের সুবিধার্থে কিউ-ট্রেডার সিস্টেম দিবে। এর ফলে আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটের গ্রাহকরা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে স্টক এক্সচেঞ্জে সরাসরি ট্রেডে অংশগ্রহণ করতে পারবে।
উল্লেখ্য যে, কিউ-ট্রেডার বাংলাদেশি উদ্যোক্তাদের তৈরীকৃত বিশ্বমানের প্রথম ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম) । ইতোমধ্যে কোম্পানিটি ডিএসই থেকে ফিক্স সার্টিফিকেশন পেয়েছে। অপরদিকে, আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড ডিএসই ও সিএসইর শীর্ষ ব্রোকারেজ হাউসগুলির মধ্যে একটি।
চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক (অর্থ) মোহাম্মদ নাকিম উদ্দিন নিশাদ,কোয়ান্ট ফিনটেকের পরিচালক মোঃ আহসান উল্লাহ রাজুসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।