ওটিসি মার্কেটও বেড়েছে লেনদেন

 বিদায়ী বছরে(২০১৭)ওটিসি মার্কেটে লেনদেন বেড়েছে ১৭১৬.১৬শতাংশ।এ মার্কেটে মোট ১০৮ লাখ ৮৫ হাজার শেয়ার লেনদেন হয়৷ যার মূল্য ৭২ কোটি ৬৫ লাখ টাকা৷ অপরদিকে গত বছরে(২০১৬) শেয়ার লেনদেনের পরিমান ছিল ৩৩ লাখ ২৫ হাজার৷ যার মূল্য ছিল ৪ কোটি টাকা৷ ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজকের বাজার:এসএস/২৮ডিসেম্বর ২০১৭