‘ডেভেলপিং ওটিসি মার্কেট অব ডিএসই’ সংক্রান্ত কমিটির প্রতিবেদন আজকের কমিশন সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে বলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে জানা গেছে।
আজ মঙ্গলবার বিএসইসির ৬৩৬তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সূত্র জানায়, উক্ত প্রতিবেদন পর্যালোচনা পূর্বক ওটিসি মার্কেট বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশমালা প্রণয়নের জন্য কমিশনের নিম্নবর্নিত কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। উক্ত কমিটিকে আগামী ৮ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
কমিটির আহবায়ক ও নির্বাহী পরিচালকের পদে রয়েছেন ফরহাদ আহমেদ এবং নির্বাহী পরিচালক সদস্য পদে রয়েছেন ড. এটিএম তারিকুজ্জামান, মো. আনোয়ারুল ইসলাম, মো. মাহবুবুল আলম, ও মো.মনসুর রহমান (সদস্য সচিব)।
কমিশনের অফিস আদেশ নং বিএসইসি/প্রশাসন/৪১:০০/১৯৯৫/(অংশ-৮)-৬১৩ সেপ্টেম্বর ২০১৭ এর মাধ্যমে ‘ডেভেলপিং ওটিসি মার্কেট অব ডিএসই’ সংক্রান্ত কমিটি গঠন করা হয়।
আরএম/