ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত

দক্ষিণ ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় বুধবার ভোরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং ১৩ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
ওই অঞ্চলের সামরিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাচুক ফেসবুকে বলেছেন, একটি ভবনে হামলায় সেখানকার গুদামের তিন কর্মচারী নিহত এবং সাতজন আহত হয়েছেন।
তিনি বলেন, একটি ব্যবসা কেন্দ্র ও দোকান ক্ষতিগ্রস্ত হওয়ায় আরও ছয়জন আহত হয়েছেন।