ওডেসায় রুশ ড্রোন হামলায় নয়জন আহত

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ওডেসাতে গতরাতে রুশ বিমান হামলায় চার শিশুসহ নয়জন আহত হয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
দুই বছরের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কৃষ্ণ সাগরের বন্দর শহরটি বিরতিহীন রাশিয়ান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার টার্গেটে পরিণত হয়েছে।
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা মঙ্গলবার টেলিগ্রামে এক পোস্টে বলেছে, ‘রুশ হামলায় আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আগুন লেগেছে।’
ইউক্রেনের দক্ষিণের সেনা কমান্ড জানিয়েছে, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা গুলি করে ভূপাতিত করা ড্রোন থেকে আগুন লাগে এবং লোকরা আহত হয়েছে।
জরুরি পরিষেবাগুলো ছবি এবং ভিডিও পোস্ট করেছে যেখানে একটি ভবনে আগুন লেগেছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তুপ সরিয়ে নিচ্ছে এবং বাসিন্দাদের সান্তনা দিচ্ছেন।
ওডেসায়, চার শিশুসহ নয়জন আহত হয়েছে, যাদের মধ্যে দু’জনের বয়স এক বছরের কম।
গভর্নর মঙ্গলবার বলেছেন, মাইকোলাইভ অঞ্চলে ধ্বংসাবশেষ পড়ে আরও একজন আহত হয়েছেন।
বিমান বাহিনী বলেছে, তারা ইউক্রেনের ভূখন্ডে রাতে ১৬টি রুশ ড্রোনের মধ্যে ১৫টি ভূপাতিত করেছে।
ইউক্রেন বলেছে, রাশিয়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এগুলো তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে কিনা তা জানায়নি।