ইউক্রেনের বিমান বাহিনী রবিবার বলেছে তারা দক্ষিণ ওডেসা অঞ্চলে ২২টি রুশ ড্রোন ধ্বংস করেছে।
ইউক্রেনের বিমান বাহিনী টেলিগ্রামে বলেছে, ‘৩ সেপ্টেম্বর, ২০২৩-এর রাতে, রাশিয়ান দখলদাররা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব থেকে ‘শাহেদ-১৩৬/১৩১’ ইউএভি দিয়ে বেশ কয়েকটি ধারাবাহিক হামলা শুরু করেছিল।’ এ সময় তারা ২২টি ড্রোন ধ্বংস করেছে। খবর এএফপি’র।