ওপেক চুক্তি ভেঙ্গে রাশিয়ায় তেল উত্তোলন

ওপেক চুক্তি ভেঙ্গে জ্বালানি তেল উত্তোলন করেছে রাশিয়া।২০১৭ সালের এপ্রিলের পর এটাই রাশিয়ায় সর্বোচ্চ মাসভিত্তিক উত্তোলন।

রাশিয়ার জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মার্চে ৪ কোটি ৬৩ লাখ ৯০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয়েছে। অর্থাৎ দৈনিক উত্তোলন হয়েছে ১ কোটি ৯ লাখ ৭০ হাজার ব্যারেল তেল।

রাশিয়া অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানিকারকদের জোট ওপেকের সদস্য নয়। এর পরও তেলের বাজারে ভারসাম্য আনতে ওপেকের বৈশ্বিক উত্তোলন হ্রাসের চুক্তি মেনে চলছে। চুক্তির শর্ত অনুযায়ী, ২০১৬ সালের অক্টোবরের তুলনায় দৈনিক গড় উত্তোলন তিন লাখ ব্যারেল কমিয়ে আনার কথা রাশিয়ার। তবে গত মার্চে এ শর্ত পূরণে ব্যর্থ হয়েছে দেশটি।

আজকের বাজার/আরজেড