ওপেন করতে নেমেই সেঞ্চুরি রোহিত শর্মার

শতরানেই টেস্ট ক্রিকেটে দুরন্ত প্রত্যাবর্তন করলেন রোহিত শর্মা। পাঁচদিনের ক্রিকেটে ওপেনার হিসেবে চ্যালেঞ্জটা যে তিনি ভালোভাবেই গ্রহণ করেছেন, সেটা বুঝিয়ে দিলেন প্রথম টেস্টের প্রথম দিনেই। প্রথম টেস্টের প্রথম সেশনে সতীর্থ ময়াঙ্ক আগরওয়ালের সঙ্গে বড় রানের ইনিংস খেলার বার্তা দিয়েছিলেন।

আর প্রথম দিনের দ্বিতীয় সেশনে ওপেনার হিসেবে টেস্ট ক্রিকেটে প্রথম শতরান করলেন। চা-পানের বিরতির আগে ৫৪তম ওভারে সেনুরান মুথুস্যামির একটি শর্ট বল কভারে ঠেলে টেস্ট ক্রিকেটে নিজের তৃতীয় শতরানটি পূর্ণ করেন রোহিত শর্মা।

ওপেনার হিসেবে টেস্ট অভিষেকে প্রথম দুটি সেশনে রোহিতকে যোগ্য সঙ্গ দেন ময়াঙ্ক আগরওয়াল। দুই ওপেনারের দাপুটে ব্যাটিংয়ে চা-পানের বিরতিতে ভালো জায়গায় টিম ইন্ডিয়া। দ্বিতীয় সেশন শেষে ভারতের রান বিনা উইকেটে ২০২। রোহিত অপরাজিত ১১৫ রানে, ময়াঙ্ক ক্রিজে রয়েছেন ৮৪ রানে।

আজকের বাজার/লুৎফর রহমান