ওবামার পরমাণু চুক্তি ‘উদ্ভট’: ট্রাম্প

ওবামার শাসনামলে করা পরমাণু চুক্তি উদ্ভট বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।আগামী ১২ মে’র পর চুক্তিটি আর নবায়ন করা হবে না বলেও ঘোষণা দেন তিনি।

এদিকে মঙ্গলবার হোয়াইট হাউসে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন চুক্তি হতে পারে বলে প্রস্তাব করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাক্রোঁ।

২০১৫ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে করা এই চুক্তির ফলে ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাষ্ট্রসহ বিশ্বশক্তি। ওই চুক্তির বিষয়ে জোরালো আলোচনা করতে শুক্রবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।

আজকের বাজার/আরজেড