আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভেরিফায়েড ফেসবুক আইডিটি হ্যাকড হয়েছে।
রোববার (১৯ আগস্ট) তার ভেরিফায়েড ফেসবুক আইডিটি হ্যাক করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছে মন্ত্রীর সহকারী আবু নাসের।
তিনি জানান, বর্তমানে ফেসবুকের সার্চ অপশনে অ্যাকাউন্টটি খুঁজে পাওয়া যাচ্ছে না।
তবে কাদেরের ভেরিফায়েড অ্যাকাউন্টটি দ্রুত রিকভারি করা হবে বলেও জানান এ কর্মকর্তা।
আজকের বাজার/এমএইচ