বাংলাদেশ আওয়ামীলীগ এর সাধারণ সম্মাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলেতুন নেসা'র নামাজে জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার দুপুর ৩টা ১৫ মিনিটে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুর হাট সরকারি শেখ মুজিবর রহমান কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
জানাযায় ওবায়দুল কাদের, আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ,যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, প্রতি মন্ত্রী আবদুল্লা আল জ্যাকব, সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার নওফেল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ,সংসদ সদস্য,বিভিন্ন জেলা উপজেলা কমিটির নেতাকর্মী সহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহন করে।
পরে তাঁকে নিজ বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
গতকাল রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৯২ বছর।
আরএম/