আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন নেছা (৯২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
সোমবার ২৬ ফেব্রুয়ারি রাত ১০টা ৩৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা নুরুল করিম এ তথ্য নিশ্চিত করে জানান, বেগম ফজিলাতুন নেছাকে নোয়াখালীর কোম্পানীগঞ্জে পারিবারিক কবরস্থানের মঙ্গলবার দাফন করা হবে।
এদিকে এক বিবৃতিতে ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিবৃতিতে তিনি মরহুমা বেগম ফজিলাতুন নেছার রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আরএম/