সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের অবস্থার উন্নতি হয়েছে।
বুধবার সকালে সড়ক ও মহাসড়ক বিভাগের উপ প্রধান তথ্য কর্মকর্তা আবু নাসের জানান, মন্ত্রীর শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো।
তিনি বলেন, মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক বিষয় সম্পর্কে পরবর্তীতে গণমাধ্যমকে ব্রিফ করবেন চিকিৎসকরা। খবর ইউএনবি।
এর আগে মাউন্ট এলিজাবেথের চিকিৎসকরা কাদেরের হার্টের বাইপাস সার্জারির কথা ভাবছেন বলে জানান এক বাংলাদেশি চিকিৎসক।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বর্তমানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কার্ডিওলোজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. কোহ সিয়াম সুন ফিলিপের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে ভারতের প্রখ্যাত চিকিৎসক ডা. দেবী শেঠির পরামর্শে সোমবার বিকালে হৃদরোগে আক্রান্ত ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হয়।
গত রবিবার সকালে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন কাদের। সেখানে এনজিওগ্রাম পরীক্ষা করার পর তার করোনারি ধমনীতে তিনটি ব্লক পান চিকিৎসকরা।
আজকের বাজার/এমএইচ