ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আজ শনিবার সকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের এ তথ্য জানান। তিনি বলেন, শনিবার বিকালে ওবায়দুল কাদেরকে কেবিনে নেয়া হবে। সংশ্লিষ্ট ডাক্তার ওবায়দুল কাদেরকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় শ্বাসকষ্ট জনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান