একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ৪নং সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত বীর উত্তম এর (সি আর দত্ত) মৃত্যুতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বিবৃতিতে তিনি পরলোকগত চিত্ত রঞ্জন দত্ত বীর উত্তম-এর আত্মার শান্তি কামনা করে শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত ছিলেন মাতৃভূমির কল্যাণে আত্মনিবেদিত প্রাণ একজন দেশপ্রেমিক সৈনিক। সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং অসাম্প্রদায়িক প্রগতিশীল আন্দোলন-সংগ্রামের অগ্রপথিক মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্তের মৃত্যুতে বাংলাদেশ একজন বীর সন্তানকে হারিয়েছে। মহান মুক্তিযুদ্ধে চিত্ত রঞ্জন দত্তের বীরত্বপূর্ণ অবদান বাঙালি জাতি চিরকাল শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান