বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) ৫ম আসর শেষ করেই দুবাইয়ে গিয়েছিলেন সাকিব আল হাসান। সেখানে প্রথমবারের মতো আয়োজিত টি-টেন টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন এই বাংলাদেশি তারকা ক্রিকেটার। বিপিএলের ফাইনালে রংপুর রাইডার্সের কাছে হারলেও টি-টেনে সাকিবের দল কেরালা কিংস জিতেছে শিরোপা। ১৭ ডিসেম্বর রাতে টি-টেনের ফাইনাল অনুষ্ঠিত হয়।
দুবাইয়ে আর একদিন অবস্থান করেন সাকিব ও তাঁর পরিবার। এরপর ১৯ ডিসেম্বর বিকেলে সৌদি আরবে যান সাকিব আল হাসান। ওমরা হজ পালন করতে গেছেন এই ক্রিকেটার। সাথে আছেন তাঁর সহধর্মিনী উম্মে আহমেদ শিশির ও কন্যা আলাইনা হাসান অব্রি। এদিকে ১৭ ডিসেম্বর ওমরা হজ পালন করতে গিয়েছেন শোবিজ তারকা অনন্ত জলিল। অন্যদিকে বিপিএল শেষ করে গিয়েছিলেন শাহরিয়ার নাফীস। সৌদি আরবে একটি ফ্রেমে দেখা গেছে এই তিন তারকাকে।
উল্লেখ্য, সাকিব আল হাসানের স্পোর্টস এজেন্টের দেয়া তথ্যমতে ২৪ ডিসেম্বর দেশে ফিরবেন এই ক্রিকেটার। সৌদি আরবে অবস্থানের জন্য আজ থেকে শুরু হওয়া জাতীয় লিগের শেষ পর্বে অংশ নিতে পারেন নি সাকিব।
আজকের বাজার: সালি/ ২০ ডিসেম্বর ২০১৭