২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এএফসি এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বে নিজেদের চতুর্থ ম্যাচে শক্তিশালী ওমানের কাছে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধে গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটের মাথায় স্বাগতিকদের লিড এনে দেন মহসীন আল খালদি।
এরপর ৬৮ মিনিটের মাথায় ওমানের স্কোর দিগুণ করেন আল মান্দার আল আলয়ী। ১০ মিনিটের মধ্যে আবারও বাংলাদেশের জালে গোল জড়ায় স্বাগতিকরা। ৭৮ মিনিটে ওমানের পক্ষে তৃতীয় গোলটি করেন আরর্শাদ আল আলয়ী। তিন মিনিট পর ম্যাচে বাংলাদেশের পক্ষে প্রথম গোলের দেখা পান বিপুল আহমেদ।
৮১ মিনিটে দলকে একমাত্র গোলটি উপহার দেন বিপুল। শেষ মুহূর্তে চলে দারুণ আক্রমণ-পাল্টা আক্রমণ। তবে অতিরিক্ত মিনিটে বাংলাদেশের জালে দলের চতুর্থ গোলটি জড়ান জুম্মা আল হাদি ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সময় ঠিক রাত ৯টায় ওমানের রাজধানী মাসকটের সুলতান কাবুজ স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় ম্যাচটি। খেলাটি সরাসরি সম্প্রচার করে বাংলা টিভি। আগের তিন ম্যাচের মতো আজও বাংলাদেশের প্রথম একাদশে কোনো পরিবর্তন করা হয়নি।
নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১-০ পরাজয়ের পর ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কাতারের কাছে হারে ২-০ গোলে। তবে সে ম্যাচে দুর্দান্ত খেলেছিল জামাল ভূঁইয়ারা। নিজেদের মাঠের পারফরম্যান্স ধরে রেখে ভারতের মাটিতে তো শুরুতে এগিয়েও গিয়েছিল। যদিও শেষ মুহূর্তের গোলে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় লাল-সবুজ জার্সিধারীদের।
ওমানের বিপক্ষে এর আগে কেবল একবারই খেলেছে বাংলাদেশ। ১৯৮২ সালে পাকিস্তানের করাচিতে সেই ম্যাচটিতে ৩-১ গোলে হেরেছিল লাল-সবুজের জার্সিধারীরা।
আজকের বাজার/আরিফ