ওমানের সোকোত্রা দ্বীপে ঘূর্ণিঝড়ে ১২ বছরের এক শিশু নিহত ও অপর ৩ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৫ মে) রাতে ঘূর্ণিঝড় মেকুনুর তাণ্ডবে এ হতাহতের ঘটনা ঘটে।
ওমানের আবহাওয়া বিভাগের একজন কর্মকর্তা জানান, উপসাগরীয় দেশটির দ্বিতীয় বৃহত্তম নগরী সালালাহ্’র পশ্চিমে ঘূর্ণিঝড়টি আঘাত হানে।
এ সময় শক্তিশালী ঝড়ো বাতাসের সাথে ভারী বৃষ্টিপাত ও উঁচু ঢেউ দেখা যায়। এ ঘটনায় ১২ বছরের এক কন্যাশিশুর নিহত ও অপর ৩ জন আহত হয়েছেন।
তিনি আরও বলেন, উপকূল অঞ্চলের দুটি প্রদেশের হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। ঝড় কবলিত দুটি প্রদেশে ৬৫টি আশ্রয় শিবির স্থাপন করা হয়েছে।
আজকের বাজার/একেএ