ওমানে মসজিদের কাছে গোলাগুলিতে ৪ জন নিহত: পুলিশ

ওমানের রাজধানী মাস্কাটে একটি মসজিদের কাছে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত ও একাধিক আহত হয়েছে। মঙ্গলবার পুলিশ এই খবর জানায়।
পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘রয়্যাল ওমান পুলিশ আল-ওয়াদি আল-কবির এলাকায় একটি মসজিদের আশেপাশে ঘটে যাওয়া একটি গুলির ঘটনার পর ওই এলাকায় অভিযান চালিয়েছে।’
পুলিশ পূর্ব মাস্কাটের মসজিদে প্রাথমিকভাবে চারজন নিহত এবং ‘বিপুল সংখ্যক’ আহত হওয়ার খবর জানিয়েছে।
আঞ্চলিক সংঘাতে নিয়মিত মধ্যস্থতার ভূমিকা পালনকারী সুলতানাতে এ ধরনের হামলা বিরল।
মাস্কাটে মার্কিন দূতাবাস গুলি চালানোর পর নিরাপত্তা সতর্কতা জারি করেছে এবং মঙ্গলবার সমস্ত ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে।
দূতাবাস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছে, ‘মার্কিন নাগরিকদের সতর্ক থাকা উচিত। স্থানীয় সংবাদ পর্যবেক্ষণ করা উচিত এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা উচিত।’
এএফপি’র ফুটেজে দেখা গেছে, লোকেরা ইমাম আলি মসজিদের চারিদিকে পালিয়ে যাচ্ছে।
পুলিশের এক বিবৃতিতেবলা হয়েছে, ‘পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সমস্ত প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’ (বাসস/এএফপি)