মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বাংলাদেশি কর্মীর সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে। দেশটির পরিসংখ্যান দপ্তরের বরাত দিয়ে ওমান টাইমসের খবরে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য অনুযায়ী, ২০১৭ সালের মার্চ শেষে দেশটিতে বাংলাদেশি কর্মীর সংখ্যা পৌঁছেছে ৭ লাখ ৪ হাজার ২৫৪ জনে। অন্যদিকে ভারত থেকে রয়েছে ৬ লাখ ৮৯ হাজার ২০১ জন। আর পাকিস্তানি রয়েছে ২ লাখ ৩৫ হাজার ৭৬৯ জন।
প্রায় ৪ বছর আগে ২০১৩ সালের নভেম্বরে ওমানে বাংলাদেশি ছিল ৪ লাখ ৯৬ হাজার ৭৬১ জন। ওই সময় ভারতীয় ছিল ৬ লাখ ৩৪৯ জন। দেশটিতে অন্য প্রবাসীদের মধ্যে রয়েছে ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিশর, নেপাল ও শ্রীলঙ্কার।
আজকের বাজার:এলকে/এলকে/ ৯ মে ২০১৭