২ অক্টোবর সোমবার ওমান ও কাতার সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে তেহরান যে নীতি অনুসরণ করে আসছে তারই অংশ হিসেবে দু’দিনের এ সফরে বের হচ্ছেন তিনি।
১ সেপ্টেম্বর রবিবার এ সফরের কথা জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি।
এ সফরে আরব দেশ দু’টির পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ পর্যায়ের অন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
দ্বিপক্ষীয় সম্পর্কের বাইরে আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে তার আলোচনার কথা রয়েছে এসব বৈঠকে।
এর আগে, গত ফেব্রুয়ারি মাসে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি আঞ্চলিক কয়েকটি দেশ সফরের অংশ হিসেবে ওমান সফর করেছিলেন।
সৌদি আরব সহ কয়েকটি আরব দেশের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন থাকলেও ওমানের সঙ্গে দীর্ঘদিন ধরেই চমৎকার সম্পর্ক রয়েছে তেহরানের।
সূত্র : পার্সটুডে
আজকের বাজার : এমএম / ১ অক্টোবর ২০১৭