পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কেডিএস এক্সসরিজের সাথে ওমেরা রেনেবল এনার্জি লিমিটেড একটি বিদ্যুৎ ক্রয় চুক্তি সম্পন্ন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ওমেরা রিনেবল এনার্জির সহযোগীতায় কোম্পানি প্রাঙ্গনে কোম্পানির রূফটপ সোলার ফটোভোলটাইক সিস্টেমের দ্বারা উৎপাদিত বিদ্যুৎ কেনার জন্য বিলিং সিস্টেম কাজ করবে। রূফটপ সোলার থেকে বিদ্যুৎ ব্যবহার করে, কোম্পানি শুধুমাত্র তাদের বিদ্যুতের উৎসকে বৈচিত্রময় করবে না বরং একটি পরিস্কার সবুজ পরিবেশে অবদান রাখবে।
এটি পরিবেশবান্ধব এবং তাদের কার্বন পদচিহ্ন হ্রাস করা কোম্পানির বৃহত্তর লক্ষ্যের সাথে সারিবদ্ধ।