ওয়ানডে ক্রিকেটে পেস বোলার হিসেবে দ্রুততম একশ উইকেট শিকার করলেন পাকিস্তানী শাহিন শাহ আফ্রিদি। মাত্র ৫১ তম ম্যাচেই নতুন এ রেকর্ড গড়া আফ্রিদি পিছনে ফেলেছন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ককে। একজন পেসার হিসেবে ৫২ ম্যাচে শততম ওয়ানডে উইকেট শিকার করে এত দিন এ রেকর্ডের মালিক ছিলেন স্টার্ক।
বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে শততম উইকেটের মাইলফলক স্পর্শ করেন পাকিস্তনের আফ্রিদি।
কোলকাতার ইডেন গার্ডেন্সে আজ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ২৩ বছর বয়সি আফ্রিদির শততম উইকেটে পরিণত হন বাংলাদেশের তানজিদ হাসান।
শুধু তাই নয় পাকিস্তানের হয়ে দ্রুততম ১০০ ওয়ানডে উইকেট শিকারির আসনটিও এখন মেধাবী ওই পেসারের দখলে। এ ক্ষেত্রে তিনি পিছনে ফেলেন ৫৩ ম্যাচে উইকেটের সেঞ্চুরি করা কিংবদন্তী স্পিনার সাকলাইন মুশতাককে। (বাসস)