আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলে টেস্ট ক্রিকেট বিদায় জানাবেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। ঐ টেস্ট শুরুর আগে আজ ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিলেন ওয়ার্নার। তিনি জানান, ওয়ানডে থেকেও অবসর নিচ্ছি। তবে দল চাইলে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবো।
বিদায়ী টেস্টকে সামনে রেখে সিডনিতে এক সংবাদ সম্মেলনে ওয়ানডে থেকে অবসরের সিদ্ধান্ত জানান ওয়ার্নার, ‘অবশ্যই আমি ওয়ানডে থেকে অবসর নিচ্ছি। বিশ্বকাপজুড়ে এমনটা বলে আসছিলাম, এরমধ্যে ভারতের মাটিতে বিশ্বকাপ জয় করলাম। আমি মনে করি, এটি আমার জন্য অনেক বড় অর্জন। আজ আমি দুই ফরম্যাট থেকেই অবসরের সিদ্ধান্ত নিয়েছি। যা আমাকে বিশ্বজুড়ে লিগ খেলার এবং ওয়ানডে দলকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবে। আমি জানি সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। আগামী দুই বছর আমি যদি ভালো ক্রিকেট খেলি এবং তারা যদি চায়, তাহলে আমি খেলবো।’
নাটকীয়ভাবে ২০২৫ সালে পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরতে না পারলে গত বছরের বিশ^কাপ ফাইনালই তার ক্যারিয়ারের শেষ ওয়ানডে হিসেবে লিপিবদ্ধ থাকবে। ভারতকে হারিয়ে ঐ বিশ^কাপের শিরোপা জিতেছিলো ওয়ার্নারের অস্ট্রেলিয়া।
ওয়ার্নার আরও বলেন, ‘অবসরের সিদ্ধান্তটা আমি খুবই স্বাচ্ছন্দ্যে নিয়েছি। যে অবস্থা থেকে ভারতে বিশ্বকাপ জিতেছি আমরা, তা অসাধারণ ছিল। পরপর দুই ম্যাচ হারের পর নিজেদের মধ্যে দারুন বোঝাপড়া হয়। আমাদের চ্যাম্পিয়ন হওয়াটা কোনরকম ভাগ্যক্রমে বা অপ্রত্যাশিত ছিল না। ম্যাক্সির (গ্লেন ম্যাক্সওয়েল) বীরত্ব, কামিন্সের অধিনায়কত্ব ও ভারতের বিপক্ষে যেভাবে আমরা খেলেছি তা ছিল অসাধারন। পাশাপাশি কোলকাতার সেমিফাইনালকেও হিসেবের বাইরে রাখা যাবে না।’
টেস্ট ও ওয়ানডে না খেললেও, আন্তর্জাতিক টি-টোয়েন্টি এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন ৩৭ বছর বয়সী ওয়ার্নার। ২০০৯ সালের জানুয়ারিতে হোবার্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেকের পর ১৬১ ওয়ানডেতে ২২টি সেঞ্চুরি ও ৩৩টি হাফ-সেঞ্চুরিতে ৬৯৩২ রান করেছেন তিনি। অস্ট্রেলিয়ার পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রানের তালিকায় ষষ্ঠস্থানে আছেন এই ব্যাটার। অসিদের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় দ্বিতীয়স্থানে আছেন ওয়ার্নার। ৩৭৪ ম্যাচ খেলে সর্বোচ্চ ২৯ সেঞ্চুরির মালিক সাবেক অধিনায়ক রিকি পন্টিং। (বাসস)