সাতটি টি-২০ সেঞ্চুরি ছিল ঝুলিতে৷ তবে সব ক’টিই ঘরোয়া টি-২০ লিগে৷ অবশেষে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে কেরিয়ারের প্রথম সেঞ্চুরি পেলেন ডেভিড ওয়ার্নার৷ মূলত ওয়ার্নারের ঝোড়ো ব্যাটিংয়েই অ্যাডিলেডে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া৷
অ্যাডিলেড ওভালে টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা৷ অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ২৩৩ রানের বিশাল ইনিংস গড়ে তোলে৷ ওয়ার্নারের সেঞ্চুরি ছাড়াও ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন অ্যারন ফিঞ্চ ও গ্লেন ম্যাক্সওয়েল৷
পালটা ব্যাট করতে নেমে শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকা শ্রীলঙ্কা ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৯৯ রানের বেশি তুলতে পারেনি৷ বলার মতো রান করতে পারেননি শ্রীলঙ্কার কোনও ব্যাটসম্যানই৷ পাল্লা দিয়ে উইকেট তোলেন অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক, প্যাট কামিন্সরা৷ ১৩৪ রানের বড় জয় তুলে নিয়ে অস্ট্রেলিয়া ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়৷
আজকের বাজার/আরিফ