কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন, গত বুধবার রাতে যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনের কাছে মধ্য আকাশে একটি যাত্রীবাহী বিমান এবং মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষে দু’টোই পোটোম্যাক নদীতে পড়ে যায় এবং ৬৭ জন নিহত হয়। উদ্ধারকারী দল পোটোম্যাক নদী থেকে দুর্ঘটনায় নিহত সকল মৃতদেহ উদ্ধার করেছে।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
উদ্ধার প্রচেষ্টায় জড়িত বিভিন্ন সরকারি সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, একটি ছাড়া বাকি সকল মৃতদেহ শনাক্ত করা হয়েছে। সংস্থাটি আরো জানায়, ২০ বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক মার্কিন বিমান দুর্ঘটনা এটি।
পোটোম্যাক নদীর বরফ জমা পানি থেকে আমেরিকান ঈগল এয়ারলাইন্স পরিচালিত বোম্বার্ডিয়ার সিআরজে-৭০০ নামের যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ উদ্ধারের জন্য কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।
জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড জানিয়েছে, এখন পর্যন্ত ক্রুরা ডান ডানা, ফিউজলেজের কেন্দ্র অংশ, বাম ডানার অংশ এবং রাডার সহ কিছু অংশ উদ্ধার করেছে।
শহরের সংস্থাগুলো জানিয়েছে, বিমানের উদ্ধারের কাজ শেষ হলে হেলিকপ্টারটির উদ্ধারের কাজ শুরু হবে।
গত বুধবারের দুর্ঘটনায় বিমানের ষাট যাত্রী এবং চারজন ক্রু সদস্য এবং মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারে থাকা তিনজন সৈন্য নিহত হন। (বাসস)