ওয়েবসাইট হ্যাক করে প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা

ভারতে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করে এক প্রেমিক তার প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

মঙ্গলবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি খুলতেই দেখা গেছে, Happy Birthday Pooja. Your love. (শুভ জন্মদিন পূজা। তোমার ভালোবাসা)।

তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যেই ওয়েবসাইটটি পুনরুদ্ধার করেছে। কোন পূজাকে কোন প্রেমিক শুভেচ্ছা জানিয়েছেন তা জানা সম্ভব হয়নি।

উল্লেখ্য, জামিয়া মিলিয়া ইসলামিয়ার এ ঘটনা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

আজকের বাজার/একেএ