ওরিয়ন ফার্মা লিমিটেড এর ৫৩তম বার্ষিক সাধারন সভা ১০ই ডিসেম্বর, ২০১৮, রোজ সোমবার, অফিসার্স ক্লাব, ২৬ বেইলি রোড, রমনা, ঢাকায় অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ ওবায়দুল করিম । সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক জনাব সালমান ওবায়দুল করিম, জনাব মোঃ রেজাউল করিম, স্বতন্ত্র পরিচালক মোঃ শফিকুর রহমান এবং লেঃ কর্নেল কামাল আহমেদ, পিএসসি (অবঃ), কোম্পানী সচিব জনাব মো: ফেরদাউস জামান ও চীফ ফাইনান্সিয়াল অফিসার জনাব সমরেশ বনিক।
সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারের উপস্থিতিতে ৩০শে জুন, ২০১৮ অর্থ বছরের আর্থিক বিবরনী ও কোম্পানীর সার্বিক কার্যক্রমের উপর আলোচনা করা হয় এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। উক্ত সভায় ৩০শে জুন, ২০১৮ অর্থ বছরের জন্য ১৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাবটি অনুমোদিত হয়।