ঋণ জালিয়াতির পৃথক ৪ মামলায় ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তাকে ৬৮ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুরে এ আদেশ দেয় ঢাকা পাচঁ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান ।
রায়ে দণ্ডপ্রাপ্তরা হলেন- ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মো. হারুন, সাবেক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম মাহমুদ উল্লাহ, সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কামরুল ইসলাম,সাবেক অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ফজলুর রহমান । অপর দুই কর্মকর্তা হলেন, মো. তারিকুল আলম ও সালাউদ্দিন ।
দন্ডপ্রাপ্তরা সকলেই পলাতক। আদেশে বলা হয়, অস্তিত্বহীন একটি প্রতিষ্ঠানকে অত্যন্ত দ্রুত ১ কোটি টাকা ঋণ দেয়া ও পরে অভিযুক্ত কর্মকর্তারা যৌথভাবে আত্মসাতের বিষয়টি প্রমাণিত হওয়ায় আসামিদের এ দণ্ড দেয়া হয়েছে।
২০০৬ সালের ২৯ ডিসেম্বর দুদকের পরিচালক আবদুল লতিফ বাদী হয়ে মতিঝিল থানায় এ মামলাগুলো দায়ের করেন। মামলার আসামিরা সবাই ওরিয়েন্টাল ব্যাংক মতিঝিল শাখার কর্মকর্তা।
আজকের বাজার/ এমএইচ